হ্যাকিংয়ের শিকার সোনালী ব্যাংকের ওয়েবসাইট

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ডিসেম্বঃ হ্যাকিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সেবাদানকারী  প্রতিষ্ঠান  সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট হ্যাকারের দখলে ছিল  প্রায় কয়েক ঘণ্টা। মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের ওয়েবসাইটটি  আক্রান্ত হয়।বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকাররা।
    কালো প্রেক্ষাপটের উপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা দেখা যায় Hacked By K1nGnCa। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন Muslim Hacker নামে।
    সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে সাইটটি স্বাভাবিক হয়েছে। আমরা ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরও নিরাপদ রাখা যায় সে ব্যবস্থা নেয়া হবে।
    তিনি বলেন, ওয়েবসাইট কিছু সময়ের জন্য হ্যাকড থাকায় ব্যাংকিং ডেটা হেরফের হওয়ার আশঙ্কা তেমন নেই।
    জানা যায়, ২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসেবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লোপাট হয়। গত বছর এক অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম,আসলাম আলম।