হেফাজত নিজের ভিত্তিতে নয়, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার পরিকল্পনা বাস্তবায়নে জামায়াত কর্তৃক পরিচালিত হচ্ছে : মেনন

    0
    407
    হেফাজত নিজের ভিত্তিতে নয়, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার পরিকল্পনা বাস্তবায়নে জামায়াত কর্তৃক পরিচালিত হচ্ছে : মেনন
    হেফাজত নিজের ভিত্তিতে নয়, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার পরিকল্পনা বাস্তবায়নে জামায়াত কর্তৃক পরিচালিত হচ্ছে : মেনন

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, হেফাজতে ইসলামের প্রতি নমনীয় মনোভাব দেখানো ঠিক হবে না। দাবি হিসেবে হেফাজত যে ১৩ দফা তুলে ধরেছে তা কেবল বাংলাদেশ রাষ্ট্রের ভিতকেই আঘাত করে না, দেশের মধ্যে হানাহানি ও অশান্তি সৃষ্টিকেই উস্কে দেয়। ইতিমধ্যে হেফাজতের দাবিকে কেন্দ্র করে সিলেটে সুন্নী ও ওহাবি মতাবলম্বীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের প্রশ্রয় দেয়া হলে অন্য ধর্মসম্প্রদায় বিপদগ্রস্ত তো হবেই, দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিবাদ-বিসম্বাদ তৈরি হবে, যা পাকিস্তানের মতো হানাহানি-সংঘর্ষে রূপ নেবে। তিনি আরও বলেন, হেফাজত কী ভয়ংকর পরিকল্পনায় পরিচালিত হচ্ছে তা ফটিকছড়িতে আওয়ামী লীগের ওপর আক্রমণ করে ৩ জনকে হত্যা ও বহু মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনার মধ্যে প্রমাণিত হয়। হেফাজতের হরতালের দিনেও দেশের বিভিন্ন স্থানে তারা একই ধরনের আক্রমণ চালিয়েছে। সরকারকে বোঝাতে হবে হেফাজত নিজের ভিত্তিতে নয়, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার পরিকল্পনা বাস্তবায়নে জামায়াত কর্তৃক পরিচালিত হচ্ছে। বিএনপি তাকে একই কারণে সমর্থন প্রদান করছে। শুক্রবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। ঢাকা মহানগর কমিটির সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নুরুল হাসান, কামরুল আহসান, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, আলী শিকদার, এমএ সাঈদ, মদিনা খানম, সাব্বাহ আলী খান কলিন্স ও জাহাঙ্গীর আলম ফজলু বক্তৃতা করেন।