হিজরি বর্ষবরণ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানঃএম এ মান্নান

    0
    205

    ‘হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান’

    হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতবৃন্দের সাথে আজ ২৩ আগস্ট শুক্রবার সকালে ষোলশহর আলমগীর খানেকাস্থ আন্জুমান রিচার্স সেন্টারে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান (মু.জি.আ) বলেন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হিজরি বর্ষবরণের পদক্ষেপ নিঃসন্দেহ প্রশংসনীয় কাজ। হিজরি বর্ষবরণের অনুষ্ঠান মুসলমানদের ধর্মীয় ও ঐতিহ্যিক অনুষ্ঠান। অপসংস্কৃতি আগ্রাসন রোধে হিজরি বর্ষ বরণ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    তিনি এসময় আগামী ১ সেপ্টেম্বর বিকাল ২টায় লালদীঘি ময়দানে হিজরি নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    এসময় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে চেয়ারম্যান গোলামুর রহমান আশরফ শাহ্, ভাইস চেয়ারম্যান আ.ন.ম তৈয়্যব আলী, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ আলী হোসেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিউল আলম, অর্থ সচিব মুহাম্মদ এনামুল হক, প্রচার সচিব মুহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম প্রচার সচিব সৈয়দ সালাহ উদ্দীন খোকন, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নাসির উদ্দিন রুবেল, মুহাম্মদ ওসমান গনীসহ বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

    সাক্ষাত শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান (মু.জি.আ)কে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতবৃন্দ কে “হিজরি স্মারক ১৪৪০” অর্পন করেন।