হাসিনার দুবাই সফরঃজনশক্তি রফতানি বিষয়টির অগ্রাধিকার

    0
    212

    আমারসিলেট24ডটকম,২৫অক্টোবরঃ বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে বন্ধ থাকা জনশক্তি রফতানি আবার চালু করার বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পাবে।৩দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা ছেড়েছেন।

    ২’বছরেরও বেশি সময় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রফতানি বন্ধ রয়েছে।

    গালফ নিউজে কর্মরত সাংবাদিক সাইফুর রহমানের সূত্রে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনশক্তি রফতানি ১৫ লাখে পৌঁছেছিল। এই সংখ্যা বেশি হওয়ার বিষয়টি ছিল রফতানি বন্ধের অন্যতম একটি কারণ।

    তিনি আরো বলেছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। তখন সেখানে কাজ হারানো বাংলাদেশের অনেক শ্রমিক বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিল। তাদের অনেকে আমিরাতের বিভিন্ন কারাগারে আটক রয়েছে। এই বিষয়গুলোও জনশক্তি রফতানি বন্ধ হওয়ার কারণ বলে মনে করা হয়।

    সাংবাদিক সাইফুর রহমান মনে করেন, বিশ্ব মন্দা পরিস্থিতি কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে জনশক্তি নেয়ার প্রয়োজন দেখা দিচ্ছে। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে আমিরাতে আবারও জনশক্তি রফতানি শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে।

    তবে গালফ নিউজের এই সাংবাদিক উল্লেখ করেছেন, বাংলাদেশি যারা আরব আমিরাতের কারাগারে আটক রয়েছেন, তাদের ফেরত নেয়াসহ কিছু শর্ত আসতে পারে। তাতে বাংলাদেশ সরকার কিভাবে সাড়া দেবে, তার ওপরই বিষয়টা নির্ভর করছে।

    বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, দুই দেশের আলোচনার ক্ষেত্রে আমিরাতে জনশক্তি রফতানি আবারো শুরু করার বিষয়কে বাংলাদেশ অগ্রাধিকার দেবে। সূত্রঃবিবিসি।