হামলার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পেলে পুরোদমে বাস চলবে

    0
    308

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ফেব্রুয়ারীঃ হামলার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পেলে পুরোদমে বাস চালাবেন উত্তরবঙ্গের বাস মালিকরা।মঙ্গলবার গাবতলী বাস টার্মিনালে উত্তরাঞ্চলের বাস পরিবহন মালিক সংগঠনগুলোর বৈঠকে দুই মন্ত্রীর উপস্থিতিতে সরকারের প্রতি এ দাবি জানান তারা।
    বৈঠকে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক তালুকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

     ‘নাশকতা-হামলা প্রতিরোধ’ শীর্ষক এ বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
    গত ৫ জানুয়ারি ডাকা লাগাতার অবরোধে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে যান চলাচল কমে গেছে। উত্তরবঙ্গের মহাসড়কগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। একের পর এক চোরোগোপ্তা হামলা হচ্ছে রাজশাহী, বগুড়া ও রংপুর মহাসড়কে। এসব পথে দূরপাল্লার বাস চলছে না।

    রংপুর বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন বাদল বলেন, ‘গাড়ি চলছে, চলবে। কিন্তু পরিবহনের শ্রমিকরা পুড়ে মরছে-তাদের কি হবে?’

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার যদি নাশকতার শিকার পরিবহন শ্রমিক-মালিক ও যাত্রীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দেয় তাহলে উত্তরাঞ্চলে অন্যান্য স্বাভাবিক দিনের মত দূরপাল্লার বাস চলবে।’
    পরিবহন নেতারা বলেন, ক্ষতিপূরণের নিশ্চয়তা দিলে ২৪ ঘণ্টার মধ্যে পুরোদমে বাস চলাচল শুরু হবে।
    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষতিপূরণ দেবে। কোন প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হবে তা নির্ধারণে কিছুটা সময় লাগছে। প্রধানমন্ত্রীরও নির্দেশ ক্ষতিপূরণ দেওয়ার।’
    শাজাহান খান বলেন, ‘বাস মালিকদের নাশকতাকারীদের কাছে মাথা নত করলে চলবে না। দেশের স্বার্থেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাস বন্ধ রাখা মানে পেট্রোলবোমা হামলাকারী সন্ত্রাসীদের কাছে হার মানা। সুত্রঃনতুনবার্তা