মৌলভীবাজারে হাতির আক্রমণে নিহত-১,বন কর্মতাদের পলায়ন

    0
    254

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১জানুয়ারীঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ২টায় দলছড়া বাঁশ মহালে কাঠ সংগ্রহ করতে গেলে বন্য হাতির আক্রমনে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

    শনিবার বিকালের দিকে জুড়ির এই গভীর অরণ্যে বন্য হাতির আক্রমণে এক বাশঁ মহাল শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে সন্ধার দিকে সেখান থেকে নিহতের লাশ উদ্বার করেছেন বলে জানান জুড়ি উপজেলা অফিসার ইনচার্য মো: হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম।

    নিহত বাশঁ মহাল শ্রমিকের নাম গিয়াস উদ্দিন (৪৫)। সে পূর্ব জুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের মৃত ইউছুফ আলীর পুত্র ।

    স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের মত জামকান্দি গ্রামের মো: গিয়াস উদ্দিন পাথারিয়া পাহাড়ের বাশঁ মহালে বাশঁ কাটতে গেলে এক পর্যায়ে কাটা বাশেঁর আটি নিচু হয়ে বাধার সময় পেছন থেকে একদল বন্য হাতি আক্রমণ চালায়। তার সাথে থাকা অন্য লোকজন পালিয়ে আসতে সক্ষম হলেও তিনি আটকা পড়েন। এসময় বন্য হাতির আক্রমনে গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী বলেন, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।