হাকালুকি হাওরাঞ্চলের ধান কাটার ধুম,শ্রমিক সংকট

    0
    411

    এম এম সামছুল ইসলাম,জুড়ী,মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে ধান কাটার ধুম পড়েছে। চারদিকে এখন পাকা ধানের ম ম ঘ্রাণ। ধান কাটা, মাড়াই ও শুকানো ইত্যাদি নিয়ে হাকালুকি হাওর পাড়ের কৃষকরা এখন ব্যস্ত সয়ম পার করছেন। এমনকি হাওয়রেই খানা পিনা করছেন। বসে নেই কৃষাণীরাও। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জুড়ী উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৪শ ৭০ হেক্টর। তবে আবাদ হয়েছে ৫ হাজার ৪শ ৮০ হেক্টর জমিতে।

    হাকালুকি হাওর পাড়ের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, প্রথমাবস্থায় আবহাওয়া অনুকুলে থাকায় এবারও ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কিছুদিন পূর্বে আবহাওয়া বৈরি থাকায় হাওর পাড়ের আধা-পাকা ধানের ক্ষতি হয়। যার ফলে, অত্রা লের কৃষকেরা কিছুটা শঙ্কায় পড়ে যায়। বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকদের শঙ্কা দূর হয়ে চোখে মুখে আনন্দের ছাপ পরিলক্ষিত হচ্ছে। ইতোমধ্যে

    কৃষকেরা পাকা ধান কাটা শুরু করেছেন। তবে, ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন কৃষকেরা। তার পরও যে শ্রমিকদের পাওয়া যাচ্ছে তাদেরকে অধিক পারশ্রমিক দিতে হচ্ছে। কৃষকদের সাথে কথা হলে, উপজেলার নয়াগ্রামের কৃষক হোসেন মিয়া (৫৭), খোকন মিয়া (৪০) শিমূলতলা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮), বাছিরপুর গ্রামের আবুল হোসেন (৪৫), বেলাগাঁও গ্রামের গণি সরদার (৬৫) জানান, আবহাওয়া অনুকুলে থাকলে ১৫-২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে। এব্যাপারে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় জানান, উপজেলায় বোরো আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তার চেয়ে বেশি আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিলো ৫ হাজার ৪শ ৭০ হেক্টর। আবাদ হয়েছে ৫ হাজার ৪শ ৮০ হেক্টর।