হাওর অঞ্চলের ৩২ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবি

    0
    219

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৮এপ্রিলঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নিয়মিত সভা থেকে সিলেট বিভাগসহ দেশের হাওর অঞ্চলের সাম্প্রতিক বন্যায় কয়েক লাখ কৃষকের বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকের উপযুক্ত ক্ষতিপুরণ ও পর্যাপ্ত ত্রাণ প্রদান, সরকারি ও  এনজিওদের কৃষি ঋণ মওকুফ, সিলেট বিভাগসহ দেশের হাওর অঞ্চলের ৩২ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

    সভায় সময়মতো হাওড় অ লের বেড়িবাঁধ যথাযথভাবে নির্মাণ ও মেরামত না করায় পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি প্রদান এবং হাওর অ লের সকল নদনদী, খালবিল যথাযথভাবে খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। ৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যার সময় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ নুুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই দাবি জানানো হয়।

    ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সভাপতি মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ স’মিল শ্রমিক সংঘের জেলা সভাপতি মোঃ আরজান আলী, চা-শ্রমিক সংঘের আহবায়ক রাজদেও কৈরী, নির্মাণ শ্রমিক সংঘের রবিউল আলম, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা  কমিটির প্রচার সম্পাদক শাহিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন, সদস্য মোঃ জসিমউদ্দিন, কিসমত মিয়া, শাহজাহান মিয়া, মোস্তাক মিয়া, শ্যামল অলমিক প্রমূখ।

    সভায় মহান মে দিবস সর্বাত্মকভাবে পালন করার জন্য ট্রেড ইউনিয়ন সংঘের অন্তর্ভূক্ত হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, চা-শ্রমিক সংঘ, স’মিল শ্রমিক সংঘ, নির্মাণ শ্রমিক সংঘ ও প্রেস শ্রমিক ইউনিয়নকে সাংগঠনিক সভা করে প্রস্তুতি নেওয়ার এবং মে মাসব্যাপী মাহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সভা থেকে মহান মে দিবসে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদেও স্ববেতন ছুটি প্রদান, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা,  আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন, ৮ ঘন্টা কাজ, পরিচয় পত্র, নিয়োগপত্র প্রদানসহ শ্রম আইন কার্যকর; চাল, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল, বাসাবাড়ি গ্যাস সংযোগ প্রদান পুণরায় চালু, সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের সাথে সুন্দরবন ধ্বংসকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চা-শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদান, সমকাজে সমমজুরি প্রদান; হোটেল, স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করার দাবি জানানো  হয়।