হরতাল-অবরোধে সন্ত্রাসের আভাস পাওয়া যায়:আইজিপি

    0
    237

    আমারসিলেট24ডটকম,০৯জানুয়ারী,হোসেন চৌধুরীঃ আইজিপি একে এম শহীদুল হক বলেছেন, “বাংলাদেশের সংবিধানে হরতাল-অবরোধ বলে কিছু নেই। কাজেই যেটা আইনে নেই-সেটা বেআইনী”। তিনি বলেন, “হরতাল-অবরোধে সন্ত্রাসের আভাস পাওয়া যায়। আইন প্রয়োগ করে এটা বন্ধ করা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে দেশের আইন মান্যকারী লোকজনও আমাদের পাশে থাকবেন”।

    আজ শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আইজিপি এ কথা বলেন। মতবিনিময় কালে আইজিপি সকলের কাছে দোয়া কামনা করতে অনুরোধ করেন।

    তিনি আরও বলেন, আমি সবার স্বার্থে কাজ করতে চাই। সকলকে পুলিশ ও জনপ্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন, “আমরা সেবা ও গণমুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে চাই। তিনি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।তার বক্তব্যে পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী হিসাবে গড়ে তোলার ওপরও জোর দেন।
    সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান।
    এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন ও সিলেট রেঞ্জের পদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যার দিকে আইজিপি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
    আইজিপি একে এম শহীদুল হক শুক্রবার সকালে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরাণ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।