হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন:প্রধানমন্ত্রী

    0
    236
    আমারসিলেট24ডটকম,১৪জানুয়ারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যদি মানুষ পুড়িয়ে মারা হয়, মানুষকে পঙ্গু করে দেয়া, এক একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়, তাহলে কার জন্য রাজনীতি? কেউ যদি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে তার খেসারত কি জাতিকে দিতে হবে? আজ বুধবার বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে এ প্রশ্ন করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হয়েছে কিন্তু জামায়াত নির্বাচনে আসতে পারবে না বলে বিএনপি নির্বাচনে আসেনি। হরতাল ও অবরোধের নামে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ও পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি। মানুষের ওপর এ আক্রমণ কি ধরনের আন্দোলন? এটাতো রাজনীতি না। এটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
    বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি) হরতাল-অবরোধ মানুষ মানে না। কিন্তু তারা যাত্রীবাহী বাসে আগুন দিয়ে, পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। গতকাল মঙ্গলবারও ৪টি শিশু মারা গেছে।

    আমি অনুরোধ করবো হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। নইলে আমাদের আরো কঠোর হতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ বলেন, জনগণের জানমাল রক্ষায় সরকার যেকোনো কঠোর পদক্ষেপ নেবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের কর্তব্য। মানুষ পুড়িয়ে মারা, মানুষকে জিম্মি করা এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আর তা না হলে এগুলো বন্ধে আমাদেরকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।