হবিগঞ্জ চুনারুঘাটের সাতছড়ি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    0
    230

    হবিগঞ্জ, চুনারুঘাট ১২ আগস্ট : চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তার বাস ভবনের পার্শ্ববর্তী স্থান পামওয়েল বাগানে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও ফরেস্ট কর্মকর্তা লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গতকাল রবিবার বিকাল ৩টার দিকে থানার এস আই এনামূল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ লাশের ছুরতাল রিপোর্ট করেছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই কিন্তু লাশের বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর যেকোন এক সময় দুর্বৃত্তরা পামওয়েল বাগানে লাশটি ফেলিয়ে যেতে পারে। এ রিপোর্ট বিকাল ৬টার সময় লিখা পর্যন্ত অজ্ঞাত যুবকের লাশ থানায় পড়ে থাকতে দেখা যায়।

     

    চুনারুঘাট পূর্বাঞ্চলের সন্ত্রাসী শমসুকে গণদোলাই

    হবিগঞ্জ, চুনারুঘাট ১২ আগস্ট : চুনারুঘাট পূর্বাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী শমসুকে গণদোলাই দিয়েছে এলাকার লোকজন। জানা যায়, গত বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুড়া গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র পূর্বাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী শমসু (৩০) কে রাণীগাঁও বাজারের মোটরসাইকেল চোর বলে ধাওয়া করে উত্তেজিত জনতা। এ সময় সে দৌড়ে বাজারের পশ্চিম দিকে আসলে গণদোলাই দেয় জনতা। এ সময় শমসু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরে ঢাকা শেরে বাংলা নগর হাসপাতালে প্রেরণ করা হয়। শমসুর লোকজনরা জানায়, তাকে পূর্ব শত্র“তার জের হিসাবে মারধর করা হয়েছে। সে দীর্ঘ কয়েক বৎসর পূর্বে রাণীগাঁও গ্রামের এক যুবককে রামদা দিয়ে কূপিয়ে ডান হাত প্রায় দ্বিখন্ডীত করেছিল। সে বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করছে। উল্লেখ্য, শমছুর বিরুদ্ধে চুনারুঘাট থানা ও কোর্টে অস্ত্র মামলার সাজাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এলাকার লোকজন মুখ খোলতে সাহস পাচ্ছে না