হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মেঃ বৃন্দাবন সরকারি   বিশ্ববিদ্যালয়ের  উপাধ্যক্ষ প্রফেসর শফিউল আলম চৌধুরী হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার লেখাপড়ার মান, পরিচালনার ধরন ও বাংলা, ইংরেজী ও আরবী ভাষার বক্তব্য, উপস্থাপনার পদ্ধতিসহ সামগ্রিক বিষয় দেখে খুশী হয়ে বলেন, জেলা শহরের প্রাণকেন্দ্রে এ জাতীয় একটি দ্বীনি ও জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় আগামী প্রজন্ম আধুনিক ও ইসলামী শিক্ষা অর্জন করতে সম্ভব হবে।

    উক্ত মাদ্রাসার সাফল্য ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশী চেষ্টা করে যেতে হবে। তিনি গত ৩০/০৪/২০১৫ইং বৃহষ্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে দেয়া সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অধ্যক্ষ মাওলানা সোলাইমান খান রাব্বানীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ্য মাওলানা মাহমুদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউর রহমান চৌধুরী, মোহাম্মদ মধু মিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, শাহাদত হোসাইন সাদত, শাহবাজ চৌধুরী, মোহাম্মদ আব্দুল মালেক, ইফতেকার আহমদ হাবলুল, মাওঃ ইব্রাহিম খলিল, মাওঃ কাজী এম,এ জলিল, মোঃ আবুল কাশেম।

    বক্তব্য রাখেন মোঃ আব্দুল আহাদ. মাওলানা নোমান আহমদ, মাওলানা আবু ইউসুফ আল-কাদেরী, রবিউল আমিন. মোস্তাফিজুর রহমান, রেজাউল হক, এ জে কুদরতী, গোলাম আম্বিয়া সুমন প্রমুখ। সদর উপজেলায় প্রথমস্থান অধিকারী হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আরবী, বাংলা ও ইংরেজী ভাষায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।