হবিগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

0
432
হবিগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
হবিগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযানে  সাজাপ্রাপ্ত আসামিসহ ২৩০ পিস ইয়বাসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ।

হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, শনিবার (১৪ মে) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টীম হবিগঞ্জ সদর মডেল থানাধীন আলিয়া মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ৩নং বড়পুল,মাসুম ফাস্টফুড এন্ড স্টেশনারীর সামনে অভিযান চালিয়ে চিহ্নিত তালিকাভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যাবসায়ীকে ইয়বাসহ  হাতে নাতে আটক করেন।

আটককৃতরা হলেন, বড় বহুলা এলাকার হিরা মিয়ার ছেলে মো: রায়হান(২০), একই এলাকার মোঃ আলি হোসেনের ছেলে মো: ইলিয়াস মিয়া(২৪), সে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এসময় তাদের দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এর আগে একই দিনে সকাল ৭ টায় হবিগঞ্জ সদর মডেল থানাধীন উত্তর পাড়া পশ্চিম ভাদৈ আনন্দপুর(পার্টি), ডাক্তার বাড়ী, বহুলা এলাকায় অভিযান চালিয়ে মঈনুল ইসলাম (২৯) কে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মঈনুল ইসলাম উত্তর পাড়া পশ্চিশ ভাদৈ,আনন্দপুর(পার্ট) এলাকার মোঃ মান্নান মিয়ার ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মঈনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেন।

এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।