হবিগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলাঃআটক-৪

    0
    294

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জানুয়ারীঃ হবিগঞ্জে দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। এসময় তার সাথে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দৃর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০শে জানুয়ারী বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
    এদিকে সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদ সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালানায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানব জমিনের স্টাফ রিপোর্ট এডভোকেট আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, আমাদের সময়ের জেলা প্রতিনিধি এডভোকেট রুহুল হাসান শরিফ, সময় টিভির জেলা প্রতিনিধি মিলন রশিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দীপ্ত বাংলা টিভির জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধ শওকত চৌধুরী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফরহাদ চৌধুরী, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,৭১ টিভির জেলা প্রতিনিধ শাকিল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, এস টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলীসহ হবিগঞ্জের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ।

    সভায় বক্তরা সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এবং একই সাথে হামলার মূল হোতা আব্দুর রউফসহ সকল দুর্বৃত্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানানো হয়। এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
    গ্রেফতারকৃতরা হল, মন্তুষ গোপ, নিরঞ্জন গোপ, চিত্র রঞ্জন গোপ,মহিতোষ গোপ।

    উল্লেখ্য, বুধবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার নারায়নপুর গ্রামে জমি দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের জন্য শ্রীকান্তা গোপ সেখানে গেলে তার উপর হামলা চালায় দূর্বৃত্তরা।
    এব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান,সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্যদের গ্রেফতারের জন্যে
    আমাদের অভিযান অব্যহত আছে।