হবিগঞ্জে শিকারির ফাঁদে পড়ে মারা গেলো গর্ভবতী মায়া হরিণ

0
744

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে শিকারীর ফাঁদে আটকা পড়ে মারা গেল একটি গর্ভবতী মায়া হরিণ। হরিণটির মরদেহ গত দুইদিন ধরে পড়ে থাকলেও কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি বন বিভাগসহ সংশ্লিষ্টরা।
গতকাল শনিবার (৮ অক্টোবর ২০২২) বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধগলিত হরিণটি রেমা কালেঙ্গা এলাকার হাতিমারা চা-বাগানের ভেতরে বৈরাগপুঞ্জী যাওয়ার রাস্তার পাশে পড়ে ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শিকারীর ‘ছিটকা ফাঁদে’ আটকে মারা যাওয়া হরিণটি দেখতে পান তারা। হরিণটি গর্ভবতী ছিল বুঝা যায়। গত দুই দিনে হরিণটির বিভিন্ন অংশে পচন দেখা দিলে পেটের ভেতর বাচ্চা দেখা যাচ্ছে।তারা বলেন, পচন দেখা দেয়ায় এখন হরিণটি থেকে পার্শ্ববর্তী এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তবে কে বা কারা ফাঁদ পেতে রেখেছিল সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
এ বিষয়ে জানতে বন বিভাগের রেমা-কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ হয়ে ঢাকায় আছেন বলে জানান। তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারছে না।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি।