হবিগঞ্জে বাস ও ম্যাক্সির মুখোমুখি ধাক্কায় নিহত-২

    0
    220

    আমারসিলেট24ডটকম,১২ফেব্রুয়ারীঃ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মঙ্গলবার রাতে বাস ও ম্যাক্সির মুখোমুখি ধাক্কায় ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামের জাহেরা খাতুন (৩২) ও নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের আলেছা খাতুন (৩৪)|মঙ্গলবার রাতে হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী বিরতিহীন বাস (নং- ঢাকা মেট্রো ব ১১-০২৬০) হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া অতিক্রম করার সময় হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি ম্যাক্সির (নং-চট্ট মেট্রো-ছ-১১০৩৪৯) সাথে মুখোমুখি ধাক্কা লাগে।এতে ম্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ১২ যাত্রী গুরুতর আহত হন।আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেরা খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলেছা খাতুন।দুর্ঘটনায় আহতরা হলেন, সাধন চক্রবর্তী (৫৫), আনোয়ারা খাতুন (৪০), রমাকান্ত দাস (৫২), সাহেব আলী (৫০), অসীম দাস (২৮), রাসেল মিয়া (২৮), ফাতেমা আক্তার (৪০), আনফর আলী (৩২) ও ম্যাক্সি চালক শের আলী (২৫)।গুরুতর আহত ১০ জন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক দুর্ঘটনা  সম্পর্কে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ম্যাক্সিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।