হবিগঞ্জে ফুড ভিলেজ ও স্কাই কুইন রেস্টুরেন্টকে জরিমানা

    0
    252

    নূরুজ্জামান ফারুকী বিশেষ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ শহরের দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার সময় শহরের কালিবাড়ীতে অবস্থিত ফুড ভিলেজ ও বদিউজ্জামান খান সড়ক এলাকায় স্কাই কুইন রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

    এ সময় ফ্রিজের মধ্যে কাঁচা, বাসি খাবার সংরক্ষণ, অনুমোদন বিহীন ফেভার ব্যবহারের দায়ে ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও কাঁচা, রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করার অপরাধে চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ পৌরসভার স্যানীটারি ইন্সপেক্টও অবনী কুমার রায় এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্সেও পরিচালক দেওয়ান মিয়াসহ হবিগঞ্জ সদও থানা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, গত ১ মাস আগে রেস্টুরেন্ট মালিকদের নিয়ে তার কার্যালয়ে মতবিনিময় সভা করে সচেতনত করার পরেও আজকে অভিযানে এ ধরনের চিত্র ধরা পরা যা খুবই দুঃখজনক। তিনি আরোও বলেন সরকারের নির্দেশনুযায়ী ভোক্তাদের বিশুদ্ধ খাবার পাইয়ে দেওয়ার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।