হবিগঞ্জে তৃতীয়বারের মত দায়িত্ব গ্রহণ করবেন জিকে গউছ

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ফেব্রুয়ারী,শংকর শীলঃ তৃতীয়বারে মতো হবিগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে জিকে গউছকে চিঠি দেয়া হয়েছে। আগামী কাল রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তার হবিগঞ্জ পৌরসভায় আসার কথা রয়েছে।
    জেলা প্রশাসক সাবিনা আলম গত ৩ ফেব্রুয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়রকে নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছের হাতে পৌরসভার নগদ অর্থ, পানি সম্পদ, দলিল দস্তাবেজ, রেজিষ্ট্রার ও সীল মোহর আগামীকাল ৭ ফেব্রুয়ারী রবিবার
    ১১টার সময় বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।
    মেয়র হিসাবে দায়িত্ব পালন করাকালে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জি কে গউছের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। এরপর থেকে জি কে গউছকে হবিগঞ্জ কারাগার, মৌলভীবাজার কারাগার ও সিলেট কারাগারে এক বছর দেড়মাসের মতো কারা ভোগ করেন।
    ১ বছর ২দিন কারাগারে থেকে গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আলহাজ্ব জি কে গউছ।
    ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কারাগারে প্রেরনের পর করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সময়ের ব্যবধানে আবারো হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসাবেই ফিরছেন তিনি। তবে স্বাভাবিকভাবে নয় কারাগার থেকে বিশেষ ব্যবস্থায় তাকে হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসা হবে।