হবিগঞ্জে গত ৬ মাসে ২ হাজার ৭শ’ ৯ যক্ষা রোগী সনাক্ত

    0
    384

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭সেপ্টেম্বর,ফারুক মিয়াঃ যক্ষারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাব)- এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

    গত বুধবার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সভাকক্ষে নাটাব জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া।

    এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ নাজীবুস শহীদ। সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক হবিগঞ্জের আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, দৈনিক নতুন দিন এর চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ফারুক মিয়া প্রমুখ।

    সভা পরিচালনা করেন সাংবাদিক এডভোকেট রুহুল হাসান শরীফ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী। সভায় জানানো হয়, ১৯৯৬ থেকে এ পর্যন্ত হবিগঞ্জ জেলার ৩ হাজার ৮শ’ যক্ষা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে এবং গত ৬ মাসে ২ হাজার ৭শ’ ৯ জন যক্ষা রোগী সনাক্ত করা হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি যক্ষা রোগ প্রতিরোধে সহায়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।