হবিগঞ্জের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের মতবিনিময়

    0
    251

    আমারসিলেট24ডটকম,২৯জানুয়ারীঃ ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক হবিগঞ্জের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম বিষয়ক সেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন সেন্টার (এমএমসি)’র আয়োজনে গত শুক্রবার বিকেলে হবিগঞ্জ এক্সপ্রেস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, দৈনিক এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহম্মদ খান, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার বার্তা সম্পাদক মামুন চৌধুরী, দৈনিক সমাচার পক্ষে মোঃ বাচ্চু মিয়া প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের এখতিয়ার সম্পর্কে অনেক স্থানীয় প্রতিনিধিগণ জানেন না। গ্রাম আদালতের এখতিয়ার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে জনপ্রতিনিধি ও গ্রামের লোকজনকে অবগত করতে হবে। গ্রাম আদালত কার্যকরী হলে অবহেলিত অজপাড়াগায়ের বিচার প্রার্থীরা ন্যায়বিচারের সুফল পাবে। টাকা পয়সা খরচ করে জেলা শহরের আদালতে আসতে হবে না। আইনজীবী ও পুলিশের দারস্থ হতে হবে না মামলার বাদী-বিবাদীকে। গ্রাম আদালতের ইতিবাচক দিকসহ সুফল প্রচারের বিষয়ে সাংবাদিক ও সংবাদপত্রের বিশেষ ভূমিকা নেয়া প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন বক্তরা।