হবিগঞ্জের মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত-২ আহত-১৫

    0
    186

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ফেব্রুয়ারী,এম এ কাদেরঃ হবিগন্জ জেলার মাধবপুরের খরকী খাটুরা গ্রামে আদিপত্য কে কেন্দ্র করে  বুধবার সন্ধায় পূর্ব শত্রুতার সূত্র ধরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে । প্রায় ১ ঘন্টা  ব্যাপী সংঘর্ষ চলে, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রনে আনে । সংঘর্ষের ফলে ঘটনাস্থলে রইছ মিয়ার মেয়ে মোছা: রুকেয়া বেগম  (১৯) নামে এক নারী মারা যায় । ওই সময় অপর আহতদেরকে মাধবপুর উপজেলাসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় । আহতদের মধ্যে মো: জলিল মিয়াকে (৩০) পিতা: সাজু মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে হয়েছে বলে নিশ্চিত করে ।

    এদিকে উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় মো: ফজল মিয়া ( ২৪) পিতা- আফছর উদ্দিন ,মো: করিম মিয়া (২৫ ) পিতা- দুলা মিয়া , তকদির মিয়া (২৫ ) পিতা- মৃত: নূর হোসেন , মোশের্দ আলী (২৩ ) পিতা- ইদ্দিছ মিয়া , মো: লুকমান (১৮ ) পিতা- সফিক মিয়া, ইজ্জত আলী (১৭ ) পিতা- নূর আলীসহ আহত ১৫ জন ।

    এলাকাবাসীর প্রত্যক্ষ সুত্র জানায়,দীর্ঘ  দিন যাবত জমি  সংক্রান্ত বিরোধ নিয়ে একের পর এক সংঘর্ষে জের ধরে এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল খাটুরা গ্রামে। অবশেষে দুই পক্ষের দুইজন নিহত হল । খাটুরা গ্রামের দু পক্ষের বাড়ী ভিটা পুরুষ শুন্য। নিহত রুকেয়া  বেগম ও জলিল মিয়ার ময়না তদন্তের জন্য মাধবপুর থানায় রাখা হয়েছে।

    পুলিশ সুত্রে জানা যায় ময়না তদন্তের জন্যে হবিগন্জ মর্গে পাঠানো হবে ।আপডেট