হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যায় পিতা-পুত্রসহ আটক-৫

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮ফেব্রুয়ারী,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাদিঘী গ্রামে চার শিশু হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাল পঞ্চায়েতের নেতৃত্বদানকারী আব্দুল আলী বাঘাল চৌকিদার (৮০) ও তার ছেলে জুয়েল মিয়াসহ (২৫) সিএনজি চালক বাচ্চু সহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
    বুধবার রাত প্রায় ৯টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার পাহাড়ি এলাকার রশিদপুর বাজার থেকে তাদের আটক করে।
    এর সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ মাঠে রয়েছে।
    এদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত চার শিশুকে গ্রামে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টায় সুন্দ্রাদিঘী গ্রামের বড়ফুটবল মাঠে চারজনের জানাজার নামাজ সম্পন্ন হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    উল্লেখ্য, ১২ ফেব্রয়ারি বাড়ির পাশে খেলা করছিল তালুকদার পঞ্চায়েতের শিশুরা। এরমধ্য থেকে উপজেলার সুন্দ্রাদীঘি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে সুন্দ্রাদিঘী মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন (১০) নিখোঁজ হয়।
    বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাদীঘি গ্রামের কুমারপাড়ার পাশের কামাইছড়া নদীর ইছাবিল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।