হবিগঞ্জের মানবতা বিরোধী আসামী মৌলভীবাজারে আটক

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মেঃ হবিগঞ্জের “মানবতাবিরোধী অপরাধ”  মামলার আসামিকে মৌলভীবাজার থেকে আটক করা হয়েছে ।১৯৭১ ইং সালের  মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হবিগঞ্জের রাজাকার আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের আতান গেরী পাহাড়ে অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করা হয় বলে সূত্রে জানা গেছে।
    রাজ্জাক ও তার দুই চাচাত ভাই রাজাকার বাহিনীর সদস্য হিসাবে ১৯৭১ ইং সালে বানিয়াচং এলাকায় হত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতারিবোধী অপরাধ ঘটিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।  গত রোববার এ মামলায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার দুই চাচাত ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান  আঙ্গুর মিয়াকে আগেই এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    গত রোববার এই ৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৪টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি । ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ মে  ধার্য  করেছে।
    এই ৩ ভাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু করে প্রসিকিউশন। এ বছর ২৮ এপ্রিল তা শেষ হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা।
    গত ৩০ এপ্রিল আসামি বড় মিয়া ও আঙ্গুর মিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। মামলার তদন্তে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
    ২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  বড় মিয়া, আঙ্‌গুর মিয়া ও রাজ্জাকসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ২৫ কার্যদিবসের মধ্যে বানিয়াচং থানা পুলিশকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলেন। পরে মামলাটি জুডিশিয়াল আদালত থেকে ট্রাইব্যুনালে  প্রেরন করা হয়।