হত্যা-সন্ত্রাস চালিয়ে জনগণের ন্যায্য সংগ্রামকে স্তব্ধ করা যাবে না

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২জানুয়ারীঃ ২০ জানুয়ারি রাত ৮টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনার আটঘরিয়া উপজেলা কমিটির সদস্য ও জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলার সহ সভাপতি কমরেড আব্দুর রশীদকে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি গতকাল বিকেলে একদন্ত ইউনিয়নের জোরগাছা গ্রামে জাতীয় কৃষক সমিতির জনসভা শেষ করে তার বাড়ীর সামনে পৌঁছালে দুর্বৃত্তরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।

    অবিলম্বে এই নৃশংস ঘটনার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

    বিবৃতিতে বলা হয়, অতীতেও দেখা গেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যখনই জনদাবি নিয়ে গণমানুষকে সংগঠিত করে সংগ্রাম গড়ে তুলেছে, তখনই গণবিরোধী সন্ত্রাসীরা পার্টির নেতা-কর্মীদের হত্যা করেছে। কিন্তু সন্ত্রাস চালিয়ে আর হত্যা-খুন করে ওয়ার্কার্স পার্টি তথা জনগণের ন্যায্য সংগ্রামকে স্তব্ধ করা যাবে না। গণসংগ্রাম গড়ে তুলেই ওয়ার্কার্স পার্টি সন্ত্রাসের জবাব দেবে। প্রেস বিজ্ঞপ্তি