হকার ও যানজটমুক্ত ফুটপাতের দাবীতে মানববন্ধন

    0
    234

    আমার সিলেট ডেস্ক :  গতকাল স্বাধীন সামাজিক সংগঠন সিলেট এর উদ্যোগে আম্বরখানা পয়েন্ট যানজটমুক্ত ও হকারমুক্ত ফুটপাতের দাবীতে

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম
    আমারসিলেটটোয়েন্টিফোর.কম

    নগরীর আম্বরখানা পয়েন্টে স্বাধীন সামাজিক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ এর সভাপতিত্বে ও স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় মানববনন্ধন কর্মসুচী পালন করা হয়।

    এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শাহীন একাত্বতা পোষন করে বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, ইউসুফ জুলকার নাইন জায়গীরদার, মনির মিয়া, কাজী নজমুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার, জাহেদ তালুকদার, শেখ তোফায়েল আহমদ শেপুল, শিব্বির আহমদ উসমানী, আজিজুর রহমান আজিজ, হাসান তালুকদার সুহেল, এ.কে কামাল হোসেন, আলী আহসান হাবীব, মোঃ শাহ আলম, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সুয়াইব আহমদ, শাহাদাৎ হোসেন, নজির হোসেন লাহীন, রবিউল ইসলাম সানী, মনসুর আহমদ, আবুল বশর শাকু, মোশাররফ হোসেন, রবি মিয়া, খায়রুল ইসলাম তুহিন, বদরুল ইসলাম, সোহেল রানা, শিপু চৌধুরী, সামসুজ্জামান চৌধুরী রাসেল, জমির আহমদ, জহির আহমদ, বিপ্রদাশ বিশু বিক্রম, মুন্না আহমদ, ব্যবাসায়ীদের পক্ষে-আব্দুন নুর, নুরুল আহমদ, সাকারিয়া হোসেন শাকিল, শহীদ মিয়া, জুনেদ আহমদ, চয়েছ আহমদ, সাংবাদিক এম.সমছু মিয়া, শফিক মিয়া, ফাহিম আহমদ, মামুন আহমদ, আলাউদ্দিন, রবি চন্দ্র, খোরশেদ আহমদ, তুহিন আহমদ, প্রমুখ।

    বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন-অবিলম্বে আম্বরখানা পয়েন্টে চাহিদা অনুযায়ী  ট্রাফিক নিয়োগ দিয়ে যানজট সমস্যার সমাধান এবং অবৈধভাবে ফুটপাতে বসা হাকরদের উচ্ছেদ করতে হবে। অন্যথায় আগামীতে স্বাধীন সামাজিক সংগঠনের নেতৃত্বে কঠোর কর্মসুচী দেওয়া হবে। বক্তারা বলেন আম্বরখানা পয়েন্ট হচ্ছে সিলেট নগরীর অত্যান্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই প্রশাসনকে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানান।