স্মৃতিতে সতত কমলগঞ্জের আব্দুস সামাদ

    0
    300

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ফেব্রুয়ারি,শাব্বির এলাহীঃ তিনি আব্দুস সামাদ ।চিন্তায় চেতনায় একজন আধুনিক ও মিতভাষী মানুষ। বঙ্গবন্ধুর আদর্শে যিনি সারাটি জীবন কাটিয়েছেন আওয়ামী রাজনীতি করে। কিংবদন্তী জননেতা মোহাম্মদ ইলিয়াস এমপি, মোহাম্মদ আলী, বেলায়েত আলী, এম,এ,সবুর,সীতারাম বর্মা থেকে শুরু করে আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, সিদ্দেক আলী প্রমূখ জাঁদরেল নেতৃবৃন্দের সাথে গোটা কমলগঞ্জ উপজেলার রাজনৈতিক মাঠে ময়দানে চষে বেড়িযেছেন।

    কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ তিন তিনবার আদমপুর ইউনিযন আওয়ামীলীগের সভাপতি হিসেবে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দাযিত্ব পালন করেছেন। হীড বাংলাদেশ নামক একটি বেসরকারী সংস্থার চিকিৎসা সেবায় জীবনের চরিøশটি বছর কাটিয়েছেন।

    রাজনীতির পাশাপাশি ধর্মপ্রাণ, সমাজসেবক ও শিক্ষানূরাগী হিসেবে নিজের অবস্থানও সূদৃঢ় করেছিলেন। উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহী ঈদগাহ কমিটি,নইনারপার জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন পদে দায়িত্বশীল ছিলেন আমৃত্যু।তিন কন্যা ও দুই পূত্রকেও সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে গড়ে তুলেছেন।

    তার স্ত্রীও আদমপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মানুষের জন্য নিবেদিত ছিলেন দীর্ঘদিন।আব্দুস সামাদ তার সহকর্মীদের কাছে সামাদ সাহেব হিসেবে সমধিক পরিচিত ছিলেন।আবার নিজ এলাকায় তাকে মতলিব মিয়া বলেও সম্বোধন করা হতো। তার মৃত্যুর পর স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে কুরমা-মৌলভীবাজার সড়ক থেকে নইনারছড়ার পাশে জালালপুর তাঁর বাড়ী পর্যন্ত সড়কটি মরহুম আব্দুস সামাদ সড়ক নামকরণ করে ইট সলিং করা হয়।

    সম্প্রতি আব্দুস সামাদের ২য় সন্তান মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুস পিতার আদর্শ ও কর্মময় জীবনকে পরবর্তী প্রজন্মের কাছে বরণীয় ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে তাঁর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল,কাঙালীভোজসহ বিভিন্ন কর্মসূচী পালন ও মানবতার কাজ করার জন্য আব্দুস সামাদ ফাউন্ডেশন করার স্বপ্ন দেখছেন। আর আব্দুস সামাদ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে একজন সৎ,নীতিবান আব্দুস সামাদের ত্যাগ,নিবেদন ও আদর্শের মূল্যায়ন হোক প্রজন্ম তেকে প্রজন্মান্তরে। জয়তু সামাদ সাহেব,জয়তু তোমারই।