স্বাস্থ্য সেবার জন্য গ্রাম ডাক্তারদের ভূমিকা অপরিসীম

    0
    258

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪ডিসেম্বরঃ   সুস্থ দক্ষ জনগণই দেশের উন্নয়নের হাতিয়ার, দেশের উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীন জনগণের স্বাস্থ্য সেবার জন্য গ্রাম ডাক্তারদের ভূমিকা অপরিসীম। গতকাল রোববার সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মাস ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেহান উদ্দিনের সভাপতিত্বে গ্রাম ডাক্তার আবুল খায়ের এর স ালনায় প্রধান অতিথি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

    পবিত্র কোরআন গ্রাম ডাক্তার দেলোয়ার হোসেনের তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বয়কারী গ্রাম ডাক্তার জোবায়ের মোহাম্মদ খান আজাদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, লেংগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মাসুক, গ্রাম ডাক্তার আখলাকুল আম্বিয়া, গ্রাম ডাক্তার মোঃ আব্দুল হালিম, গ্রাম ডাক্তার মোঃ শাহজাহান, গ্রাম ডাক্তার হেলাল উদ্দিন, গ্রাম ডাক্তার নূর মোহাম্মদ খান, গ্রাম ডাক্তার সুমন দে প্রমূখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।