স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগীতা

    0
    208

    আমারসিলেট24ডটকম,৩০এপ্রিল,শাব্বির এলাহী‘খাবার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধৌত করবো’ এই বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় হীড বাংলাদেশ কমলগঞ্জ অফিসে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, স্কুলগামী শিক্ষার্থীদের সচেতনতায় ‘সিভিল সোসাইটি এ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিয়ন, বাংলাদেশ’ এর আয়োজনে ও হীড বাংলাদেশ এর বাস্তবায়নে খাবার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধৌত করনে কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় দ্বিতীয় ধাপে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একই বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের প্রকল্প পরিচালক ড. আশরাফুল আলম, প্রকল্প ব্যবস্থাপক ডা. আরাদুর রহমান। হীড বাংলাদেশের পোগ্রাম অফিসার জুয়েল রানার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট তোলে দেন অতিথিবৃন্দ।