স্বরাষ্ট্র, পররাষ্ট্র,বিদ্যুৎ, জ্বালানিও খনিজ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে

    0
    280

    আমারসিলেট24ডটকম,১২জানুয়ারীঃ বঙ্গভবনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী শপথ নেন আজ রোববার ।অপরদিকে,স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখনো প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে।

    নতুনদের শপথের পরই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই সেগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।

    প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয়/বিভাগ কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে ন্যস্ত করা হয়নি, সেগুলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত Rules of Business 1996- এর Rule 3(iv) অনুযায়ী সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে।