স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে বখাটের ১মাসের কারাদন্ড

    0
    236

    আমারসিলেট24ডটকম,এপ্রিল,বদরুল ইসলামজকিগঞ্জ উপজেলার বিরশ্রি ইউনিয়নের বিপক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে তার কর্মস্থলে যাওয়া আশার পথে উত্যক্ত করার অপরাধে ২ সন্তানের জনক এক বখাটে কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার (অতিরিক্ত) নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া গতকাল শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা তার কার্যালয়ে এ কারাদন্ড প্রদান করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিপক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমা রানী বিশ্বাস (২১) কে তার কর্মস্থলে যাওয়া আশার পথে একই উপজেলার কান্দিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র বিবাহিত লম্পট বিলাল আহমদ (২৫) প্রায়ই উত্যক্ত করত।

    এ ঘটনায় শিক্ষিকার পিতা একই স্কুলের প্রধান শিক্ষক শুধাংশো শেখর বিশ্বাস বাদী হয়ে গত বৃহস্পতিবার জকিগঞ্জ থানায় ইভটিজার বিলাল আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এস.আই আলী খান বিলালকে ঐ দিন গভীর রাতে তার নিজ বাড়ী থেকে আটক করেন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আসামী বিলালকে কানাইঘাট নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে জকিগঞ্জ থানা পুলিশ হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বিলালকে আজ জকিগঞ্জ থানা পুলিশ জেল হাযতে প্রেরণ করবে বলে জানা গেছে।