সৌদিতে শিয়া আলেমসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জানুয়ারী: সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমর সহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এসব মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে ইরনা জানিয়েছে।

    শনিবার এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি সংবাদ সংস্থা বা এসপিএ এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন এ খবর দিয়েছে।

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চল থেকে ২০১২ সালে সৌদি রাজতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক শেখ নিমরকে  গুলি করে আহত করার পর তাকে আটক করে সৌদি পুলিশ। সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়া এবং রাজা সালমান বিন আব্দুল আজিজকে অমান্য করা, সরকার বিরোধী বক্তব্য এবং কারাবন্দিদের মুক্তি দাবি করার কথিত অভিযোগে গত বছর শেখ নিমরের প্রাণদণ্ডের আদেশ দেয়া হয়। অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শেখ নিমর।

    ২০১৪ সালে সৌদি আদালত শেখ নিমরকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে বিশ্বব্যাপি প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। গত মার্চে সৌদি আপিল বিভাগ শেখ নিমরের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। এতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং  ইরান, ইরাক, লেবানন, আফগানিস্তান এবং ভারত সহ অন্যান্য মুসলিম দেশ কড়া প্রতিবাদ জানায়।বিভিন্ন শ্রেনির মানুষ শেখ নিমর সহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য তখন রাস্তায় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিল।