সৌদিতে আরও ২ পাকিস্তানির শিরশ্ছেদ কার্যকর

    0
    247

    আমারসিলেট24ডটকম,১৬জানুয়ারীঃমাদক চোরাচালানের অভিযোগে দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। রাষ্ট্রীয় গণম্যাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পেটের মধ্যে লুকিয়ে হেরোইন বহন করায় গত মঙ্গলবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এবং দাম্মামের কাতিফ শহরে তাদের শিরশ্ছেদ করা হয়েছে।যাদের শিরশ্ছেদ করা হয়েছে তারা হলেন- আবরার হোসেন নাজির ও জাহিদ খান বারাকাত। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার হিসাব মতে গত ২০১৩ সালে বিভিন্ন অভিযোগে ৭৮ জনের শিরোশ্ছেদ করা হয়। ২০১২ সালে এই সংখ্যা ছিল ৭৬ জনে। অবশ্য মানবাধিকার সংস্থা অ্যামোনেষ্টি ইন্টারন্যাশনাল এর হিসাব মতে তা ছিল ৭৯ জন। সৌদি আরবে কঠোর ইসলামী শরীয়াহ আইন চালু আছে।

    উল্লেখ্য, রক্ষণশীল এ দেশটিতে খুন, ধর্ষণ, ডাকাতি, ধর্মান্তরণ ও মাদকদ্রব্য বহনসহ নানা ফৌজদারী অপরাধের কারণে শিরশ্ছেদের বিধান রয়েছে। আর এই শরীয়াহ আইনের মাধ্যমেই ফৌজদারী সহ সকল অপরাধের বিচার কাজ করা হয়।