সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশমুখী বাসে হাতবোমা হামলা

    0
    172
    “বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশমুখী আওয়ামী লীগ সমর্থকদের একটি বাসে সচিবালয়ের কাছে হাতবোমা হামলা হয়েছে”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চঃ শনিবার বিকালে শিক্ষা ভবনের সামনের এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, রাজধানীর রামপুরা থেকে বাসটিতে করে আওয়ামী লীগের কর্মীরা এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে।

    “শিক্ষা ভবনে থামিয়ে বাসযাত্রীরা নামার পরপর ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে।”

    বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    আহতদের মধ্যে রয়েছেন- ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম (৫৫), ২৩ নম্বর ওয়ার্ড আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলকাস আলী (৫২), ২৩ নম্বর যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার, রামপুরা থানা আওয়ামী লীগের নেতা আবু তাহের (৫৫), ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান নাজু, শ্যামপুর থানা আওয়ামী লীগের কর্মী আহমদ আলফাজ উদ্দিন, মোটর চালক লীগের সদস্য মো. স্বপন, আব্দুল কুদ্দুস (৪৮), শাহআলম (৪০), মো. মইনুল (৪০), মো. শামীম(৩২), লিখন (১৮), মো. সেলিম হোসেন আনু, মো. ওবায়দুল (২২)

    শনিবার কারওয়ান বাজারেও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। ওই বিস্ফোরণের কিছু সময় আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ওই পথ অতিক্রম করে।

    চলমান হরতাল-অবরোধের মধ্যে দুই দিন আগে ঢাকার হাজারীবাগে ১৪ দলের সমাবেশে হাতবোমা হামলা হয়েছিল।বিডিনিউজ