সোমবার দুজনই দ্বিতীয় ইউএস ওপেন শিরোপার জন্য কোর্টে নামবেন

    0
    336

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৯ সেপ্টেম্বর  :  ইতালিয়ান বাছাই স্তানিস্লাস ওয়াওরিঙ্কা প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালেই ভড়কে দিয়েছিলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে। চার ঘণ্টারও বেশি সময় ধরে লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-২ সেটে জিতেছেন সার্বিয়ান তারকা। শেষ চারের আরেক লড়াইয়ে ফরাসি বাছাই রিচার্ড গ্যাসকেটকে হারিয়েছেন এই মৌসুমে হার্ডকোর্টে অপ্রতিরোধ্য তারকা রাফায়েল নাদাল। এনিয়ে ফ্ল্যাশিং মিডোসে গত চার বছরে তৃতীয়বার নাদাল-জোকোভিচ ফাইনাল হতে যাচ্ছে। সোমবার দুজনই দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জন্য কোর্টে নামবেন।

    ২০১০ সালে জোকোভিচকে হারিয়ে একমাত্র ইউএস ওপেন জিতেছিলেন নাদাল। পরের বছর ফের দেখা হয় সার্ব-স্প্যানিশ তারকার। এবার প্রতিশোধ তুলে নেন জোকোভিচ। অবশ্য গত বছর সার্ব তারকা ফাইনালে উঠলেও নাদাল চোটের কারণে টুর্নামেন্টেই ছিলেন না। জোকোভিচকে হারিয়ে প্রথম শিরোপা জেতেন বৃটিশ বাছাই এন্ডি মারে।

    এবার বর্তমান চ্যাম্পিয়ন মারেকে হটিয়ে দিয়ে প্রথম সেমিতে টিকিট পান ওয়াওরিঙ্কা। ভালোই শুরু করেছিলেন। শনিবার প্রথম ও তৃতীয় সেটটি জেতেন এই ইতালিয়ান। তবে শেষ দুটি সেট জিতে ২-৬, ৭-৬ (৪), ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে টানা চতুর্থ ইউএস ওপেন ফাইনালের টিকিট পেলেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম মালিক জোকোভিচ।

    অপর ম্যাচে দ্বিতীয় বাছাই নাদাল ৬-৪, ৭-৬ (১), ৬-২ গেমে হারান অষ্টম বাছাই গ্যাসকেটকে। আসন্ন ফাইনাল নিয়ে ১২ গ্র্যান্ড স্ল্যামজয়ী বললেন,‘নোভাক বিস্ময়কর প্রতিদ্বন্দ্বী। তার ফলাফলই বলে দেয় আমার দেখা সে অন্যতম সেরা খেলোয়াড়।’