সোমবার থেকে মাধবপুরের স্টার সিরামিকসে উৎপাদন শুরু

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারী,হবিগঞ্জ প্রতিনিধি: শ্রমিক ধর্মঘট ও ভাঙচুরের ঘটনায় চারদিন বন্ধ থাকার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্টার সিরামিকসে ফের উৎপাদন শুরু হয়েছে।
    সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালের শিফট কারখানাটির উৎপাদন শুরু হয়। এর আগে, বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে বন্ধ হয়ে যায় কারখানাটি।
    সূত্র জানায়, স্টার সিরামিকসের পাঁচ শতাধিক জনবল রয়েছে। ২ ফেব্রুয়ারি স্টার সিরামিকস কর্তৃপক্ষ চলতি বছরের ইনক্রিমেন্ট ঘোষণা করে।
    কিন্তু, সেলস ডিপার্টমেন্ট ছাড়া অন্য সেক্টরে কর্মরত ব্যক্তিদের প্রত্যাশা অনুযায়ী বেতন বাড়েনি।
    বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটা থেকে শ্রমিকরা হঠাৎ করে উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট শুরু করে।
    ওইদিন শ্রমিকরা অফিসের কয়েকটি কম্পিউটার ও বিক্রির জন্য মজুদ করা বিপুল পরিমাণ টাইলস ভাঙচুর
    করে।
    এ ঘটনায় স্টার সিরামিকসে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ ব্যাপারে কর্তৃপক্ষ মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেয়। এতে কারখানা উৎপাদন বন্ধ হয়ে যায়।
    স্টার সিরামিকসের নির্বাহী কর্মকর্তা পল্লব
    চক্রবর্তী বলেন, সোমবার সকালের শিফট থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
    তিনি দাবি করেন, চারদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানাটির প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।