সেলিম আল দীনের জন্মজয়ন্তী:ফেনীতে চিত্রাংকন উৎসব

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩আগস্ট: ফেনীর আলোকিত সন্তান বাংলা নাটকের প্রানপুরুষ বরেণ্য নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৬৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তার নিজ জেলা ফেনীতে আলোকিত ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকাল ৩ টায় পূর্ব নির্ধারিত সময়ের আগেই জেলা পরিষদ ভবনের শিশু একাডেমী প্রাঙ্গনে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিতে সন্তানদের নিয়ে ছুটে আসেন অভিভাবকরা। শিশুদের কোলাহলে মেতে উঠে জেলা পরিষদ প্রাঙ্গন। প্রতিযোগিতা মূলক এ পরীক্ষায় দেড় শতাধিক শিশু অংশ নেয়।

    প্রতিযোগিতা শেষে ড. সেলিম আল দীন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঞা, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হারুন-অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল।

    ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মুহাম্মদ ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক জহিরুল হক মিলন ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফুল আমিন রিজভী, পায়রা শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, লালন একাডেমীর সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ, প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক রাসেল চৌধুরী, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক এডভোকেট রাশেদ মাযহার, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও গল্পকার মোরশেদ ইকবাল, ফেনী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক ফেনীর সময় এর বিভাগীয় সম্পাদক (নারী) সাহিদা সাম্য লীনা, দৈনিক স্টার লাইন এর নিজস্ব প্রতিবেদক আমজাদুর রহমান রুবেল ও শহর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, সাহিত্য সাময়িকী শিল্পতীর্থ এর প্রকাশক হুমায়ুন মজুমদার।

    প্রতিযোগিতার সমন্বয়ক রাসেল চৌধুরী জানান, অংশগ্রহনকারীদের মধ্য থেকে দুটি বিভাগে ১২ জনকে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার এম এ জাফর ও ডেক্স ইনচার্জ আরিফ আজম, আলোকিত ফেনী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নজরুল ইসলাম তুহিন।