সেন্ট মার্টিন্‌স দ্বীপের সমুদ্রে নেমে ২শিক্ষার্থীর মৃত্যু,নিখোঁজ ৪

    0
    200
    আমারসিলেট24ডটকম,১৪এপ্রিলঃ আজ সোমবার সেন্ট মার্টিন্‌স দ্বীপে ভ্রমণে এসে সমুদ্রে গোসল করতে নেমে ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চারজন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে তিনজন।নিহত দুজন হল মফিজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন অঙ্কুর। শেষ খবর পাওয়া পর্যন্ত সাব্বির, উদয়, নোমান ও বাপ্পী নামের চারজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।এদিকে মুমূর্ষু অবস্থায় ফয়সাল, আশিক, ফারহান ও ইফতেখার মাহমুদকে উদ্ধার করা হয়েছে। তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে।শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। এদেরসহ ৩৪ জন শিক্ষার্থী আজ দুপুরেই সেন্ট মার্টিন্‌সে এসে পৌঁছে।
    ৩৪ জন শিক্ষার্থী টেকনাফ থেকে কুতুবদিয়া জাহাজে করে দুপুর ১২টায় সেন্ট মার্টিন্‌সে পৌঁছে। বেলা দুইটার দিকে কয়েকজন শিক্ষার্থী দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামে। কিছুক্ষণ পর ছাত্রদের মধ্যে আর্তচিৎকার শুরু হয়। স্থানীয় লোকজন গিয়ে মুমূর্ষু অবস্থায় ছাত্রদের উদ্ধার করে। তাঁদের কোস্ট গার্ডের একটি স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
    এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।টেকনাফ থানার ওসি  জানান, সেন্ট মার্টিন্‌‌স দ্বীপে ভ্রমণে আসা আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে তাদের কয়েকজনকে ভেসে যেতে দেখেছে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা কয়েকজনকে উদ্ধার করে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছাত্রদের বিষয়ে দ্রুত সন্ধান করা হচ্ছে।