সেটেলমেন্ট অফিসারদের দুর্নীতিঃজমির মালিকরা বিপাকে

    0
    348

     বিনিময়ে ? একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০নভেম্বর চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের এক ব্যক্তির জমি ভূয়া দলিল সাজিয়ে সেটেলমেন্টের সহকারী অফিসার হোসেন সারোয়ার্দী ও দালাল সুমন মিয়া রেকর্ডের পর্চা প্রদান করেছে একই গ্রামের মাষ্টার আঃ কুদ্দুছ তরফদার নামে এক ব্যক্তিকে।

    এ ব্যাপারে ভুক্তভোগী জমির মালিক আব্দুলাহ আল মামুন বাদী হয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

    অভিযোগে জানা যায়, বর্তমানে পৌরশহরের বালারোড এলাকায় বসবাসরত মৃত রহিছ উলার পুত্র আব্দুলাহ আল মামুনের পাইকুড়া মৌজার জে.এল নং ৩৭ এর ২০ শতক জমি একই গ্রামের মাষ্টার আঃ কুদ্দুছ তরফদার ভূয়া একটি দলিল সাজিয়ে এবং সেটেলমেন্ট সহকারী অফিসার সারোয়ার্দী ও তার দালাল সুমনকে বড় অংকের উৎকোচের বিনিময়ে ওয়ারিশান সূত্রে মালিক মামুনের ঐ সম্পত্তি কুদ্দুছ তরফদারকে ভূয়া রেকর্ড করে দেয়।

    এ নিয়ে ভুক্তভোগী জমির মালিক মামুন সহকারী সেটেলমেন্ট অফিসার, সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়, মহাপরিচালক (প্রশাসন) ভূমি জরিপ অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিসার সিলেট, সহকারী কমিশনার (ভূমি) চুনারুঘাট, সভাপতি/সাধারন সম্পাদক চুনারুঘাট প্রেসক্লাব বরাবরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন।

    আব্দুলাহ আল মামুনের মাতা সাবিরা বানুর ক্রয়কৃত রেজিষ্ট্রারী দলিলের দলিল নং ৪৮/১৯৯২ ইং।

    উলেখ্য যে, ২০০১ সন থেকে চুনারুঘাট উপজেলায় জরিপ কাজ শুরু হওয়ার পর থেকে তৎকালীন সেটেলমেন্ট অফিসার ও বর্তমান অফিসার হোসেন সারোয়ার্দী সহ ওই দালাল সুমন দালালীর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

    ফলে জমির মালিকরা হয়রানীর শিকার হয়ে পথে বসার উপক্রম।