সূচক ও লেনদেন বেড়েছে উভয় শেয়ার বাজারের

    0
    284

    আমার সিলেট ২৪.কম,১৮ আগস্ট : প্রায় এক মাস পর উভয় শেয়ার বাজারের সূচক ও লেনদেন বেড়েছে। ঈদের পর তিন কার্যদিবসে লেনদেন যেমন বেড়েছে তেমনি বেড়েছে সূচক।অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

    আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৮৮টি কোম্পানির ০৯কোটি ৫২লাখ ৯০হাজার ৯৮৬টি শেয়ারও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।ডিএসই’ তে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৯কোটি ৪৩লাখ ৩৭হাজার ২৬৬টাকা। যা আগের দিনের চেয়ে ৯৮কোটি ১৮লাখ টাকা বেশি।

    ডিএসইব্রডইনডেক্স (DSEX) আগের কার্য দিবসের চেয়ে ৫০.৩১ পয়েন্টবেড়ে ৪০৩৩.৭৮ পয়েন্টে এবং ডিএস-৩০মূল্যসূচক ২৩.৩৬পয়েন্ট বেড়ে ১৫৩৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।  আজ লেন দেন কৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টিকোম্পানির শেয়ারের।

    দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো :- মিথুন নিটিং, ফার্মা এইড, এএমসিএল (প্রাণ), সিঙ্গার বিডি, তাল্লু স্পিনিং, জনতাইন্সুঃ, কোহিনুরকোমক্যালস্, বিএসসি, সামিটপূর্বাচল, গ্রীনডেল্টাইন্সুঃ।

    অন্যদিকে দাম কমার শীর্ষে:- বঙ্গজলিঃ, সেন্ট্রালফার্মা, ৬ষ্ঠ আইসিবি, ৭ম আইসিবি, ৩য় আইসিবি, এনসিসিমি. ফা. ১, ২আইসিবি, ইবিএলএনআরবিমি. ফা., এইমস ১ মমি. ফা. ও ১ম আইসিবি।

    এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ২০১টি কোম্পানির ১কোটি৪০ লাখ ৪৭হাজার ৩৭৩টি শেয়ারও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।সিএসই’ তে মোট লেনদেনের পরিমাণ ৫১কোটি ৪৭লাখ ৬৫ হাজার ৩১৭দশমিক ১৫টাকা।যা আগের দিনের চেয়ে ১৫কোটি ৫১লাখ ৮৯হাজার ৭২৮দশমিক ৬৫টাকা বেশি।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫৪.৩৩৪৩পয়েন্ট বেড়ে ১২৫৩২.৩৪৪৫পয়েন্টে দাঁড়িয়েছে।অন্যদিকে  সিএসই – ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে পয়েন্ট ৮১.৩৩০৬বেড়ে ১০৫১০.৯১৪৭পয়েন্টে দাঁড়িয়েছে।আজ লেনদেনকৃত ২০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির কমেছে৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।

    লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- পূবালী ব্যাংক লি:, ইউনাইটেড এয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী  লি:, আর.এন স্পীন, বিডি শিপিং করপোরেশন লি:, জিপি, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস্লি:।

    দরবৃদ্ধির শীর্ষে – মিথুননিটিং, রংপুর ফাউন্ডরী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ, তাল্লুস্পীন, এএমসিএল ( প্রাণ), জিএসপি ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, বিডি শিপিং করপোরেশন লি: ও সিংগার বিডি।

    অন্যদিকে দাম কমার – সেন্ট্রালফার্মসিটিক্যালস্লি:, ফার্স্টস্কীম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, এইমসফার্স্টমিউচ্যুয়ালফান্ড, ফিনিক্সফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লি:, ইউনিয়ন ক্যাপিটাল, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীন ১, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি: ও ঢাকা ব্যাংক লি:।