সুপ্রিম কোর্টের ৩ জন আইনজীবীকে আটক করেছে র‍্যাব

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯আগস্ট :তাদের বিরুদ্ধে শহীদ হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে এক কোটি আট লাখ টাকা সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

    র‍্যাবের একজন কর্মকর্তা এসপি সোহেল মাহমুদ বিবিসিকে জানিয়েছেন, এই তিনজনের মধ্যে একজনের নাম ব্যারিস্টার শাকিলা ফারজানা। তার বাবা বিএনপি সরকারের সময়কার একজন সংসদ সদস্য ছিলেন বলে জানা গেছে।

    অপর দুজন আইনজীবীর নাম লিটন ও বাপন বলে উল্লেখ করলেও পুরো নাম জানাতে পারেনি র‍্যাব। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব।

    এসপি সোহেল মাহমুদ আরও জানান, চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রামের পতেঙ্গায় আজ দুপুরে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

    র‍্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।BBC