সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গোলকাঠ আটক

    1
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুলাই,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জের ৩ উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে  ভারতীয় মদ ও গোলকাঠ আটক করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার সকাল ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার মাঠগাঁও সীমান্তের ১২২৪এর ৩এস পিলার সংলগ্ন দর্পগ্রাম থেকে ২১হাজার টাকা মূল্যের ১৪বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করা হয়।

    অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৪এস পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া তাদের সহযোগীদের নিয়ে ভারত থেকে ৪০হাজার ৬শত টাকা মূল্যের ২৭.০৯ঘনফুট ভারতীয় গোলকাঠ পাচাঁর নদীপথে তাদের কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

    এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ১২০৯এর ৮এস পিলার সংলগ্ন চিনাকান্দি স্কুলের পাশ থেকে ১৪হাজার ৪শত টাকা মূল্যের আরো ১২ঘনফুট ভারতীয় গোলকাঠ উদ্ধার করা হয়।

    সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ মালামাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।