সুনামগঞ্জ সীমান্তে দেড়লক্ষ টাকার ভারতীয় মদ আটক

    0
    306

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুলাই,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার দুই উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ,বাঁশ ও পাথর আটক করেছে বিজিবি।

    বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্তের ১২২৮এর ২এস পিলার সংলগ্ন প্যাকপাড়া এলাকা থেকে ৮০হাজার  টাকা মূল্যের ভারতীয় ৪ হাজার মুলি বাঁশ আটক করা হয়।

    অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৩এস পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া তাদের কয়েকজন সহযোগীকে নিয়ে ভারত থেকে নৌকা যোগে ৪০হাজার টাকা মূল্যের ৮০০ঘনফুট পাথর পাচাঁর করে নিয়ে যাওয়ার সময় সায়দাবাদ নামকস্থানে আটক করা হয়।

    অপরদিকে চাঁরাগাঁও সীমান্তের ১১৯৫এর ৬এস পিলার সংলগ্ন চারাগাঁও এলসি পয়েন্ট থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ১৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন জানান,বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের পাচাঁরকৃত অবৈধ মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।