সুনামগঞ্জ সীমান্তে চায়না ইঞ্জিনসহ ৩টি বারকি নৌকা আটক

    0
    342

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩আগস্ট,মোজাম্মেল আলম ভূঁইয়া:সুনামগঞ্জের দুই উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা মূল্যের ভারতীয় কয়লা,কাঠ,চায়না ইঞ্জিন,সুপারী,পাখাসহ ৩টি বারকি নৌকা আটক করেছে বিজিবি। বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার সীমান্তের ১২২৬নং পিলার সংলগ্ন ধোলাই নদী থেকে ৫৪হাজার টাকা মূল্যের ২৯.৯৫ঘনফুট ভারতীয় কাঠ আটক করা হয়।

    অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৩এর ২এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়া তার সহযোগীদেরকে দিয়ে মদ আনার জন্য যাদুকাটা নদী দিয়ে ভারতে যাওয়ার সময় ৮০হাজার টাকা মূল্যের ২টি বারকী নৌকা আটক করা হয়।

    অপরদিকে চাঁরাগাঁও সীমান্তের লালঘাট এলাকা দিয়ে সাজ্জাদ মিয়া নেতৃত্বে ভারত থেকে কয়লা পাচাঁরের সময় ৫হাজার টাকা মূল্যের ৪০০কেজি কয়লা উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানী  সোর্স আবু বক্করের নেতৃত্বে চানপুর সীমান্তের ১২০২এর ১১এস পিলার সংলগ্ন বারেকটিলা দিয়ে সুপারী পাচাঁরের সময় ৮হাজার টাকা মূল্যের ৪,০৫০টি ভারতীয় সুপারী উদ্ধার করাসহ সুরমা নদী থেকে ১৫হাজার টাকা মূল্যের ১টি বারকী নৌকা ও ৩৫হাজার টাকা মূল্যের ১টি চায়না ইঞ্জিন,রজনী লাইন এলাকা থেকে ১৫০কেজি ভারতীয় কয়লা উদ্ধার করা হয়।

    অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা তাদের মালামাল রেখে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।