সুনামগঞ্জ দোয়ারাবাজার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ

    0
    228

    আমারসিলেট24ডটকম,১৯নভেম্বরঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চকবাজার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন।সোমবার বিকেল ৪টায় দোয়ারাবাজার উপজেলার চকবাজার গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    পুলিশ ও এলাকাবাসী  সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার চকবাজার গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার মিয়া ও একই গ্রামের ফজল আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এর জের ধরে সোমবার বিকেল ৪টায় দিকে আনোয়ার উল্লাহ ফজল গনির ওপর হামলা চালায়। এ সময় ফজল গনির লোকজনও পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের লোকজন এ সময় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের দেশী অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে অন্যদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
    এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোঃ সেলিম নেওয়াজ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাইনি।