সুনামগঞ্জ জেলা প্রশাসক সহ ৬জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আদেশ ২২ জুলাই

    0
    352

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫জুলাইঃ সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎসিংহ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান আক্তার এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর বিরুদ্ধে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ-২য় আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয়  লিল মিয়া তার দখলীয় জমিতে বিধি মোতাবেক অধিগ্রহণ না করায় রোববার এই মামলা দায়ের করেন।
    আদালত সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত মশারফ আলী ওরফে মোবাশ্বর আলীর ছেলে লিল মিয়া তার দখলীয় জমিতে বিধি মোতাবেক অধিগ্রহণ না করেই সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৩৩/১১ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য নির্মাণ কাজ শুরু করে। তখন ওই লিল মিয়া বাদী হয়ে আদালতে তার ভূমিতে বেআইনী নির্মাণকাজের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন (সত্ব-০৩/১৫ইং)।

    শুনানি শেষে আদালত বিরোধীয় ভূমিতে উভয়পক্ষকে স্থিতাবস্থা পালনের নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে পুণরায় বাদীর জমিতে নির্মাণ কাজ শুরু করলে বাদী আদালত অবমাননার অভিযোগ করে ১২ জুলাই ওই আদালতে  অবমাননার মামলা দায়ের করেন। সোমবার বিকেলে যুগ্ম জেলা জজ-২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার অভিযোগের বিষয়ে আগামী ২২ জুলাই আদেশের জন্য দিন ধার্য্য করেন।