সুনামগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও কয়লা উদ্ধার

    0
    255

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১মেঃ সুনামগঞ্জ জেলার ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নারায়নতলা বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা এলাকা হতে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন, যার  বাজার মূল্য ৩,২২,৫০০/- টাকা, লাউরগড় বিওপি’র হাবিলদার মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহ আরেফীন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার মূল্য ৭২,০০০/- টাকা, চাঁনপুর বিওপি’র হাবিলদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গতকাল সীমান্ত পিলার ১২০১/৪-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাই এলাকা থেকে ১৫০০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে, যার মূল্য ৫৩,৭৫০/- টাকা, এছাড়াও উক্ত বিওপি’র নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০১/২-এস হতে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাজাই এলাকা থেকে ১,০০০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে, যার মূল্য ১২,৫০০/- টাকা।

    বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসব মাদকদ্রব্য ও কয়লা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ উক্ত মাদকদ্রব্য ও কয়লা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
    সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার  জানিয়েছেন।