সুনামগঞ্জে ১১ জনের মনোনয়ন বাতিল

    0
    212

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ১১জনের দাখিল কৃত মনোনয়নে নানান ত্রুটি থাকায় মঙ্গলবার (১২ফেব্রুয়ারী)যাচাই বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা। এ ছাড়াও তাহিপুর ও ছাতক উপজেলার সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
    তারা হলেন,সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মারফত আলী,জিয়াউর রহমান,গুরু দাস,জালাল উদ্দিন মনোনয়ন পত্রে জমা দেয়ার ভোটার তালিকায় ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। অপর দুই প্রার্থী হারুণ মিয়া ও নূর আলী ইমরানের মনোনয়ন বাতিল করা হয়েছে আয় কর রির্টান না থাকায়।

    দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাইরুন নেছা নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকতা। তিনি বর্তমানে একটি ইউপির সদস্য। তিনি তার পদত্যাগ পত্র জমা না দেয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

    দিরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রঞ্জন কুমার দাসের মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া ভোটার তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
    এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ইমরান আহমেদ,নূরুল হক,তোফায়েল আহমেদ চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে জামানতের টাকা না দেয়ায় একই কারণে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলেনা বেগমের মনোনয়ন বাতিলন করা হয়েছে।

    সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদর এ তথ্য নিশ্চিত করেছেন।