সুনামগঞ্জে শাহ আব্দুল করিম লোক উৎসব সম্পন্ন

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮ফেব্রুয়ারী,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার দিরাইয়ে শাহ আব্দুল করিম লোক উৎসব-২০১৫  শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় উপজেলার বরাম হাওর ও কালনী নদীর তীরবর্তী উজানধল গ্রামের মাঠে শাহ আব্দুল করিম পরিষদ উদ্যোগে ও গ্রামীণ ফোনের সহযোগীতা এই লোক উৎসবের উদ্বোধন করেন-সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ড.আতিক উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাব হোসেন,গ্রামীণফোন এরিয়া ম্যানেজার সাদিকুর রহমান,তাড়ল ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক,শাহনুর জালাল প্রমুখ।

    বাউল সম্্রাট শাহ আব্দুল করিম ১৯১৬সালের ১৫ই ফেব্রুয়ারী ধলআশ্রম গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ইব্রাহিম আলী আর মা নাইওরজান বিবি। শাহ আব্দুল করিমের গানের মর্মবানী মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য ২০০৬সাল থেকে লোক উৎসবের প্রচলন চালু করা হয়।