সুনামগঞ্জে যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত

    0
    235

    আমারসিলেট24ডটকম, ১৪জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জে যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার আবু বকর সিদ্দিক (রা:) মাদ্রাসা মাঠে এই গণবিয়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৩০টি জুটির মধ্যে ২২টি জুটির বিয়ে সম্পন্ন হয়েছে। আর বাকি জুটিগুলোর বিয়ে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে হয়েছে। এই গনবিয়ের আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা ক্যারাভ্যান অব মারসি। গণবিয়েতে সুনামগঞ্জ সদর উপজেলা,বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বারকি শ্রমিক,পাথার তোলা শ্রমিক,রিকশা চালক ও কৃষকসহ দিনমজুররা অংশগ্রহন করেছেন। বিয়েতে পাত্রের বয়স ছিল ২৫থেকে ৪৫বছর ও পাত্রীর ছিল ১৮থেকে ৩৫বছর। গণবিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে ৬০হাজার টাকা থেকে দেড়লক্ষ টাকা পর্যন্ত। বিয়েগুলো রেজিস্টার করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কাজী শফিকুল ইসলাম। বিয়ের পর প্রতি জুটিকে নগদ ৬হাজার টাকা ও আসবাবপত্র দেওয়া হয়েছে।

    এছাড়াও এলাকার ৩৫জন দরিদ্র লোককে ৩৫টি রিকশা,৩০জন বিধবাকে মহিলাকে ৩০টি গাভী,৫৫জন অসহায় মহিলাকে ৫৫টি সেলাই মেশিন,২০জন শ্রমিককে ২০টি বারকি নৌকা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় মুফতি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সুনামগঞ্জ জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক শাফায়াত মাহবুব,মাদ্রাসা পিন্সিপাল আনোয়ার হোসেন,প্রভাশক কুমুদ শর্মা,শাহ নুর,আব্দুর রাজ্জাক প্রমুখ। এব্যাপারে গণবিয়ের আয়োজক সংস্থার সদস্য মুফতি আজিজুল হক জানান,২০০৯সাল থেকে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা ক্যারাভ্যান অব মারসি এর অর্থায়নে এই গণবিয়ে পরিচালিত হয়ে আসছে।