সুনামগঞ্জে ভারতীয় মদসহ ২টি নৌকা আটক

    0
    302

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫আগস্ট, মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জের দুই সীমান্ত থেকে ভারতীয় মদসহ ২টি বারকি নৌকা করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ১লক্ষ ৩১হাজার টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল বুধবার সকালে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী সাজ্জাদ মিয়ার নেতৃত্বে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে মদ আনতে যাওয়ার সময় অভিযান চালিয়ে ৮০হাজার টাকা মূল্যের ২টি বারকী নৌকা আটক করা হয়।

    অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্তের ১২১৬এর ৯এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়া ভারত থেকে মদ পাচাঁর করে নিয়ে যাওয়ার সময় চিনাউড়া নামক এলাকা থেকে ৫১হাজার টাকা মূল্যের ৩৪বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

    পৃথক অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ ও বারকী নৌকা ফেলে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ব্যাটলিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।